নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জের নিকলীর আলোচিত গুরুই গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে আজ শুক্রবার বেলা ১২টার দিকে মুক্তিযোদ্ধা বসু স্মৃতি পাঠাগারের উদ্যোগে স্থানীয় জয়বাংলা বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা লাল মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বরের আজকের এই দিনে পাকবাহিনী ও তাদের দোসর দেশীয় রাজাকাররা গুরুই গ্রামে হামলা চালিয়ে নারী-পুরুষসহ ২৬ জন মুক্তিকামী মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। তারা শহীদদের স্মৃতি রক্ষার্থে গুরুই গ্রামে স্মৃতিসৌধ নির্মাণের জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply