মো: আল-আমীন : কিশোরগঞ্জে মোবাইল কোর্ট আইনে সাজাপ্রাপ্ত এক আসামীকে কিশোরগঞ্জ সদর মডেল থানা হেফাজতে অমানুষিক ও টর্চার করা হয়েছে। রাত আনুমানিক সাড়ে আটটায় তাকে টর্চারের পর কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে ঘটনা জানাজানি হয়।
গতকাল কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল হক বাবুল হাজীর ছেলে আযহারুল হক তমালকে বিকেল ৪টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যট উবায়দা খানম ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিলে তাকে কোর্টে প্রেরণ না করে থানায় হেফাজতে রাখে। এর প্রতিবাদে আজ শহরের কালীবাড়ি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ.বি সিদ্দিক, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ ফজলুল হক ছাদির, কিশোরগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি ফারুক আহম্মেদ বাচ্চু, যশোদল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল হক বাবুল, সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়সহ যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম জানান ইতিমধ্যে ঐ পুলিশকে ক্লোজ করা হয়েছে এবং এ ঘটনার সাতে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ বলেন আহতকে উন্নত চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
Leave a Reply