কিশোরগঞ্জর হাওর উপজেলা মিঠামইনে জাগো ফাউন্ডেশন ও মালালা ফান্ডের যৌথ উদ্যোগে পিছিয়ে পড়া নারী শিক্ষার মানোন্নয়নে অদম্য কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকালে মিঠামইন রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নেহাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালালা ফান্ড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশাররফ তানশেন, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান করভী রাকসান্দ, জেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার মাকসুদা, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আাল মামুন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ খ্য়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা হাওরের পিছিয়ে পড়া নারী শিক্ষার মানোন্নয়নে নানাবিধ কর্মসূচী গ্রহণের কথা বলেন। হাওরের নারী শিক্ষার অগ্রগতির লক্ষ্যে সকলের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
এছাড়া অনুষ্ঠানে জাগো বাংলাদেশ ও মালালা ফান্ডের প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply