কিশোরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম’সহ চার জুয়ারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
এ ঘটনায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত প্রায় দুইটার দিকে কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া আহেদল বিল এলাকাস্থ বেলাল মেম্বারের ফিশারীর পাড়ে দো-চালা টিনের ঘরের ভিতর হতে সুমন পাল(৩৮), পিতা-মৃত গোপাল পাল, সাং-ধনাই, ইউপি-বিন্নাটি, থানা ও জেলা-কিশোরগঞ্জ, মোঃ আবু সাঈদ(৪৫), পিতা-মৃত ইব্রাহিম, সাং-ধনাই, ইউপি-বিন্নাটি, থানা ও জেলা-কিশোরগঞ্জ, মোঃ ইউনুস আলী(৫০), পিতা-মৃত হোসেন আলী, সাং-স্কয়ার মাস্টারবাড়ি, ইউপি-স্কয়ার মাস্টারবাড়ি, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ, মোঃ আব্দুল আলী(৫৫), পিতা-মৃত আব্দুল ছোবাহান, সাং-বাঁশহাটি, ইউপি-চন্ডিপাশা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ-দের’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল জুয়া খেলার নগদ ২০ হাজার টাকা, ১০টি নন পয়েন্টেড ডার্টস, ৫টি কাঠের টুকরা, একটি ওয়ান টু টেন প্যানা এবং ৪টি মোবাইল’সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply