কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের মধ্য কাতিয়ার চর এলাকা থেকে জুয়া খেলার নগদ ১৬ হাজার টাকা ও দুই বান্ডিল তাস’সহ ৮ জন জুয়ারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
গতকাল রবিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী মোঃ শহিদ মিয়া(৫৫), পিতা-গিয়াস উদ্দিন, মোঃ শিপন(৩৫), পিতা-আদির উদ্দিন, মোঃ খোকন মিয়া(৩৫), পিতা-মৃত শাহাব উদ্দিন, মোঃ সিদ্দিক মিয়া(৫৫), পিতা- মৃত ওসমান আলী, মোঃ মুনাফ মিয়া(৩০), পিতা-হেলাল উদ্দিন, দুলাল মিয়া (৬০) পিতা-মৃত আব্দুল খালেক, মোঃ হুমায়ুন কবীর(৩৫), পিতা-মোঃ শাফির উদ্দিন সর্ব সাং-মধ্য কাতিয়ার চর ও মোঃ মফিজ কারার(৫২), পিতা-শহর আলী’কে গ্রেফতার করা হয়। তারা সকলেই কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বুরাঙ্গার চর এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত আসামীদেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।
Leave a Reply