দাবা খেলার প্রচার এবং প্রসারের মাধ্যমে দেশে মেধাবী যুব সমাজ গঠন সম্ভব। কিশোরগঞ্জ জেলা দাবা লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে একথা জানান কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
রোববার (৩১ অক্টোবর) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের সভা কক্ষে কিশোরঞ্জ জেলা দাবা লীগ এর পুরষ্কার বিতরণ করা হয়। ২৯ অক্টোবর ল এন্ড ট্রাস্টের সৌজন্যে দাবা লীগ এর আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
জেলার ১৫ টি ক্লাবের ৯০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলো এই আয়োজনে। সুইচ পদ্ধতি অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় ১৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় গাইটাল এলাকার স্টারলিট স্পোর্টিং ক্লাব। ১৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে সুচি সংদস। বিজয়ীদের মাঝে ট্রফি এবং মেডেল প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন সহ আরো অনেকেই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাজমুল ইসলাম সরকার।
Leave a Reply