বিপুল মেহেদী :
কিশোরগঞ্জে জেলা পর্যায়ে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত পরিবেশন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষে জাতীয় সংগীত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার(১৯ ফেব্রুয়ারি) সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সারাদিন ব্যাপী এই প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
বিকাল ৪টার সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল্লাহ আল মাসউদ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার(শিক্ষা) সাগুপ্তা হক, এস.ভি. সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, প্রবীণ নাট্যব্যক্তি বিজন কান্তি দাস, সঙ্গীতশিল্পি মজিবুর রহমান, সঙ্গীতশিল্পি চন্দন দেবনাথ, কবি বাঁধন রায়, সিরাজুল ইসলাম প্রমুখ।
সরকারি উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় “ক” বিভাগে(প্রাথমিক বিদ্যালয়) প্রথম স্থানের গৌরব অর্জন করে কটিয়াদি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান দখল করে ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থানে অবস্থান করে ফাতেমা-রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। “খ” বিভাগে(মাধ্যমিক বিদ্যালয়) এস.ভি. সরকারি বালিকা বিদ্যালয় প্রথম স্থান, বেগম রহিমা বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান, করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকারী ঘোষণা করা হয়। “গ” বিভাগে(মহাবিদ্যালয়) প্রথম স্থানের গৌরব অর্জন করেন গুরুদয়াল সরকারি কলেজ, দ্বিতীয় স্থান দখল করে কটিয়াদি কলেজ, তৃতীয় স্থানে হোসেনপুর সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ অবস্থান ঘোষণা করা হয়।
এসময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply