ডেস্ক নিউজ :
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জের ১৩ টি উপজেলা পরিষদের নির্বাচনে জেলা বিএনপির তিন নেতা প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, একই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী জেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদে শাহীন এবং ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কক্ষে এ তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন জমা দেন। সাত উপজেলার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিল মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন গ্রহণ করেন।
এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম সাংবাদিকদের জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে একজন অনুগত কর্মী হিসাবে আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।
Leave a Reply