বৃহস্পতিবার (১০ জানুয়ারি) কিশোরগঞ্জে সদর উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে দিন ব্যাপী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঞ্চালনায় ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা: আবদুর রউফ সভাপতিত্বে অবহিতকরণ সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্ত রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো. আক্তার জামীল, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহদী হাসান, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মামুন আল মাসুদ খান, গাইনী কনসালট্যান্ট শশাঙ্ক কুমার সূত্রধর, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আবুল হোসেন মাসুম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোস্থাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. সাইদুল হাসান প্রমুখ।
সভায় প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে বিষদ আলোচনা ছাড়াও সংশ্লিস্ট সেবা বাস্থবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। এ সময় সদর উপজেলার পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
Leave a Reply