দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চায় উদ্ধুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী সভা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন, কিশোরগঞ্জ-এর সার্বিক সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদর উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় এতে অংশ নেয়।
“ক” গ্রুপে বির্তকের বিষয় ছিল দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনই যথেষ্ট। এই গ্রুপে অংশগ্রহণ করে কিশোরগঞ্জ সহকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ী হয় সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
“খ” গ্রুপে বিতর্কের বিষয় ছিল মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। এতে অংশগ্রহণ করে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ী হল আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়।
ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় ছিল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মুখ্য ভূমিকা রাখতে পারে। “ক” ও “খ” গ্রুপ হতে বিজয়ী দুই দল এতে অংশগ্রহণ করে সরযূ বালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয়িতা বিশ্বাস।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম এবং সওজ’র নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মোছা. খালেদা ইসলাম, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর এবং দুদক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তৌহিদা জেসমিন শম্পা, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নাজমুল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকন উদ্দিন আহম্মদ।
মডারেটর ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এ.এস.এম সাইফুজ্জামান।
Leave a Reply