কিশোরগঞ্জ জেলা জেলা শহরের গাইটাল বাসষ্ট্যান্ড এলাকা হতে নকল স্বর্ণের মূর্তি এবং প্রতারণা কাজে ব্যবর্হত ১টি প্রাইভেট কার’সহ কথিত জ্বীনের বাদশাহ প্রতারক চক্রের ২ জন সদস্য’কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
কথিত জ্বীনের বাদশাহ পরিচয়ে নকল স্বর্ণের মূর্তি দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ সদর থানা ও আশপাশের জেলাগুলোতে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা ও অন্যান্য মূল্যবান স্বর্ণ অলংকার নিয়ে আসছিল। গত ৭ মে ২০২০ খ্রিঃ নকল স্বর্ণের মূতি প্রদানের মাধ্যমে ১ লক্ষ টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণ প্রতারনা করে নিয়ে যায় মর্মে একটি অভিযোগ পাওয়া যায়। উক্ত অভিযোগের ভিত্তিতে কথিত জ্বীনের বাদশাহ প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
আজ (১০ মে) রবিবার র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে আসামী জয়নাল আবেদীন (৩২), পিতাঃ ফজল হক বাবু, সাং- ভবানিপুর, থানা- পলাশবাড়ি ও মোঃ মতিউর রহমান (৪০), পিতাঃ আবুল হোসেন, সাং- গোপিনাথপুর, থানা-গোবিন্দগঞ্জ, উভয় জেলা- গাইবান্ধাদ্বয়কে নকল স্বর্ণের মূর্তি এবং প্রতারণা কাজে ব্যবর্হত ১টি প্রাইভেট কার’সহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় গাইবান্ধা থেকে দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় কথিত জ্বীনের বাদশা পরিচয়ে নকল স্বর্ণের মূতি দেখিয়ে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলোভনের মাধ্যমে প্রতারণা করে আসছিল মর্মে স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply