ক্রীড়া পরিদপ্তরের ইনোভিটিভ আয়ডিয়া ফ্লিক কর্মসূচির ২০২২-২৩ এর আওতায় সদর উপজেলায় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে তৃণমূল পর্যায়ে ক্রীড়া সচেতনতা ও দক্ষ নারী হকি খেলোয়াড় সৃষ্টির উদ্ভাবনীমূলক উদ্যোগ নিয়ে শেষ হল ৭ দিনের নারী হকি (ফ্লিক) প্রশিক্ষণ কর্মসূচী।
মঙ্গলবার (৩০ মে) জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হওয়া উক্ত নারী হকি প্রশিক্ষণ শেষে ৪ টি গ্রুপে বিভক্ত করে দিনব্যাপী ৭ সাইড প্রতিযোগিতার মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।
আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে কিশোরগঞ্জ জেলার নারী হকি খেলোয়াড়দের নিয়ে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ আলী সিদ্দকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের জেড. এ সাহাদাৎ, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ক্রীড়া শিক্ষক, স্থানীয় দর্শক, অবিভাবক ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিল।
উক্ত নারী হকি প্রশিক্ষনেণ সভাতিত্ত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে জার্সি, ট্রফি, সনদপত্র ও প্রাইজমানি বিতরণ করা হয়।
Leave a Reply