নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী আচরণবিধির প্রতিপালনে এবার কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে মাঠে কাজ শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জ জেলা শহরে সোমবার (১৯ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাশেম রনি।
জেলা শহরের বত্রিশ, জেলা স্মরণী মোড়, গৌরাঙ্গ বাজার ব্রীজ এলাকাসহ বেশ কয়েকটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিভিন্ন স্থান হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০১৮ এর সম্ভাব্য প্রার্থীদের প্রচারণার লক্ষ্যে লাগানো পোস্টার, ব্যানার, বিলবোর্ডসহ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করা হয়।
Leave a Reply