শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়নের পুলেরঘাট বাজারে আজহারুল উলুম দাখিল মাদ্রাসা মার্কেটের সামনে এ সভা বিটপুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মনতোষ বিশ্বাস বলেন, বিট পুলিশং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎস ও লক্ষ্য করা যাচ্ছি। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
অনুষ্ঠানে আহুতিয়া তদন্ত কেন্দ্রের এস আই আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের এস আই জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলেরঘাট আজহারুল উলুম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আমিরুল ইসলাম পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি জাফরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, ব্যবসাহী আরফান উদ্দিন, ইউপি সদস্য এনায়েত হোসেন ও আওয়ামী লীগ নেতা আলম সহ বাজারে ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply