সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে প্রার্থীতা ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণায় সৈয়দ শাফায়েতুল ইসলাম

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে প্রার্থীতা ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণায় সৈয়দ শাফায়েতুল ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কিশোরগঞ্জ সমবায় কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নজরুল ইসলামের সেজু ছেলে ও সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে, জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল নিহত শহীদদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, শুধু আগস্ট মাস নয় আমাদের কাছে বছরের প্রত্যেক মাস, প্রত্যেক দিন শোকের মাস। কারণ আমরা এখনো বিচার পাই নাই। শেখ হাসিনা এখনো চেষ্টা করছেন। এখনো অনেকেই পালিয়ে আছে দেশের বাহিরে। কেউ কানাডায়, কেউ আমেরিকায়।

কিশোরগঞ্জে প্রার্থীতা ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণায় সৈয়দ শাফায়েতুল ইসলাম

তিনি আরও বলেন, আমার ভাই মারা গেছেন প্রায় পাঁচ বছর হয়েছে। আমি শুনেছি এখানে (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) কোনো উন্নতিই হয় নাই। ভাই যেসব উন্নতির চেষ্টা করেছিল, ভাই মারা যাওয়ার পর সব উন্নয়ন বন্ধ হয়ে গেছে। উন্নয়ন অন্য কোথাও চলে গেছে, পানির দেশে চলে গেছে।

২০০৮ সালে আমার ভাই সৈয়দ আশরাফ আমার কাছে আসছে। ভাই বলেলেন আমি একটা মেডিকেল কলেজ করবো। আমি জিজ্ঞেস করলাম কোথায় করবা? ভাই বলেছে আমি যশোদল করবো। জমি দিবি তুই? আমি বলছি দিবো। আজকে যেখানে মেডিকেল হাসপাতাল হয়েছে এই জমি কিন্তু আমি দিয়েছি। ঐ সময়ের ৬ কোটি ১ লাখ টাকার জমি। ২০০৮ সালের জমি। আজকে শুনি মেডিকেল কলেজ চলে না! মেডিকেলে ব্যবসা হয়, রোগীরা খাদ্য পায়না, এক্সরে মেশিন নস্ট, বিভিন্ন মেশিন নস্ট, ঔষুধ নাই, ডাক্তার নাই। রোগীরা এখানে চিকিৎসা পায় না। ময়মনসিংহ যায়, ঢাকায় যায়!

এসময় তিনি আগামী নির্বাচনে ভোট চেয়ে বলেন, আগামী সংসদ নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করলে আমার প্রথম ও পবিত্র দায়িত্ব হবে এই মেডিকেল কলেজ’কে সাইজ করা। যদি না পারি তাহলে আমি সাথে সাথেই পদত্যাগ করবো। কোনো রোগী আর ঢাকায় যাবে না, ময়মনসিংহ যাবে না। এখানে চিকিৎসা করবে, আমার চিকিৎসা এখানেই হবে। মরলে এখানেই মরবো।

আরেকটা কথা, ভাই বড় শখ করে নরসুন্দা প্রকল্প করছিল। নরসুন্দা একটা আদর্শ প্রকল্প হওয়ার কথা। ভাই মারা যাওয়ার পরেই সমস্ত উন্নয়ন বন্ধ। কেউ কোনো প্রতিবাদ করেনি। আপনারা সবাই ভোটার। আগামী নির্বাচনে ভোট দিয়ে আপনারা এর প্রতিবাদ করবেন।

আরেকটা দু:খের কথা বলি, আমি শুনেছি কাবিখা আসে, গম আসে, চাল আসে। নিমুক হারামের দল বিক্রি করে দেয়। এগুলো গরীবের খাদ্য, এগুলো বিক্রি করে দেয়। আল্লাহর রস্তে এগুলো বিক্রি করবেন না। একটা কাগজ (কাবিখা) বিক্রি করে ৫৫ হাজার টাকায়! আমি ব্যবসা করে মাসে রোজগার করি ২০/২৫ লাখ টাকা। আমার চুরি করার দরকার নাই। গরীবের হক আমি মারবো না। আমার নেতা চাই না, আমার ভোটার চাই, ভোটার চাই।

কিশোরগঞ্জে প্রার্থীতা ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণায় সৈয়দ শাফায়েতুল ইসলাম

কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও বর্তমান যুব লীগ নেতা রিফাত উদ্দিন আহম্মেদ বচ্চনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সৈয়দ শাফায়াতুল ইসলামের স্ত্রী নাজমা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, আব্দুস ছালাম’সহ কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যের আগে অন্যান্য বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম কে নৌকা প্রতীক দেয়ার জন্য প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই  আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহত সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com