কিশোরগঞ্জ জেলায় শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতা।
শনিবার (২৮ মে) বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাক সরকার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা।
উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে কিশোরগঞ্জ সদর উপজেলাকে ১-০ গোলে হারিয়েছে হোসেনপুর উপজেলা। দিনের অন্য ম্যাচে বাজিতপুর উপজেলার বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়েছে তাড়াইল উপজেলা। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিলো। আরেক ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ভৈরব উপজেলাকে ১-০ গোলে হারিয়েছে করিমগঞ্জ উপজেলা। এদিকে বালিকাদের ম্যাচে হোসেনপুর উপজেলাকে ৪-১ গোলে হারিয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা। জেলার ১৩ টি উপজেলা এবং পৌরসভাসহ ১৪ দলের বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। আগামী ২ জুন শেষ হবে এই প্রতিযোগিতা।
Leave a Reply