কিশোরগঞ্জ সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা) ফুটবল টুর্নামেন্ট -২০২৪ এবং অনুর্ধ্ব-১৭ (বালক) এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকেল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ সদরের শোলমারায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেল এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-০১ আসনের সাংসদ সৈয়দা জাকিয়া নূর লিপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম ও কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত শ্যামল।
প্রথম দিনের খেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) তে অংশগ্রহণ করে কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়ন বনাম মারিয়া ইউনিয়ন। এতে ২-০তে জয় লাভ করে মহিনন্দ ইউনিয়ন।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় জয় পেয়েছে রশিদাবাদ ইউনিয়নের রেরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে রশিদাবাদ ইউনিয়ন।
৮ জুলাই সোমবার থেকে শুরু টুর্নামেন্টটি চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। আগামী ১৪ জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল একই মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Leave a Reply