কিশোরগঞ্জ সদরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ সদরের শোলমারায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু রাসেল এর সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আওলাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মো: আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান রিফাত উদ্দিন আহমেদ বচন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম প্রমুখ।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ ফাইনালে অংশগ্রহণ করে যশোদল ইউনিয়ন ও কর্শাকড়িয়াইল ইউনিয়ন। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকায় পেনাল্টি শুট আউটে ফলাফল নির্ধারিত হয়। ৩-২ ব্যবধানে জয়ী হয় যশোদল ইউনিয়ন পরিষদ।
শেষে অতিথিবৃন্দ উভয় দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। গত ৮ জুলাই সোমবার থেকে টুর্নামেন্টটি শুরু হয়ে গতকাল সোমবার (১৫ জুলাই) শেষ হয়।
Leave a Reply