মো: আল-আমীন ::
আজ ১৫ এপ্রিল সোমবার মাইটিভির ১০ বর্ষে পদার্পণ। সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও পালিত হয়েছে অনুষ্ঠানটি। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন পলাশের আয়োজনে কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির হল রুমে সকাল ১১টায় আলোচনা সভা, কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এড. জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, পাবলিক প্রসিকিউটর এড. শাহ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, কিশোরগঞ্জ র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার শোভন খান, কিশোরগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সংগঠনের সুধীজন। আলোচনা সভায় সকলের মাইটিভির সাফল্য কামনা করে বলেছেন আগের তুলনায় মাইটিভি অনেক স্বচ্ছ ও প্রতিবেদনশীল সংবাদ পরিবেশন করে থাকে।
Leave a Reply