শামছুল আলম শাহীন :
ধর্মান্ধতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে আজ শনিবার উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪২৬ খ্রিষ্টাব্দ। মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হচ্ছে।
সকাল ১০টায় জেলা প্রশাসন ও “আমাদের কিশোরগঞ্জ” এর উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে পুরাতন স্টেডিয়াম থেকে চারুকলার ন্যায় নানা ধরণের মুখোশ পরে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। দিন ব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, লাঠি খেলাসহ নানা আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী , পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, পৌর মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব তরফদার মো. আক্তার জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ, সিভিল সার্জেন ডা. হাবিবুর রহমান, জেলা গণতন্ত্র পার্টির সভাপতি ভুপেন্দ্র ভৌমিক দোলন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বয়সী নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নিয়েছেন।
তাদের সবার একটা প্রত্যাশা ধর্মান্ধতা ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ। বাঙালির প্রাণের এ উৎসবে যোগ দিতে পেরে সকলেই আনন্দিত।
এ উপলক্ষে পুরাতন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখি মেলা।
Leave a Reply