কটিয়াদীতে বাজার থেকে বাড়ি ফেরার সময় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর এলাকার দড়ি-চরিয়াকোনা নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত নিদান মিয়ার বয়স ৫০।
শনিবার (২ আক্টোবর) সকালে অভিযান চালিয়ে ঘাতক পুত্র হৃদয়কে আটক করে পুলিশ। হৃদয় মিয়া উপজেলার দড়ি-চরিয়াকোনা এলাকার নিদান মিয়ার বড় সন্তান।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কটিয়াদীর স্বনির্ভর বাজার থেকে বাড়িতে ফেরার পথে পূর্ব আক্রোশের জেরে বাবাকে এলোপাতাড়ি কোপায় হৃদয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা হৃদয়কে আটক করে পুলিশে সোপর্দ করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদয় মিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply