নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জে বাস চাপায় সিদ্দিক মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মধ্য যশোদল গ্রামের কুনু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বিড়ি কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলস্টেশন এলাকায় বাইসাইকেল করে বাড়ি যাচ্ছিলেন সিদ্দিক। এসময় উজানভাটি নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটিকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করছেন।
Leave a Reply