নিজস্ব প্রতিবেদক
‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ সদরসহ সবকয়টি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার এস.ভি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আবদুল্লা আল মাসউদ ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক চামেলি দাসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম. জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এস.ভি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর প্রমুখ।
জেলার সবকয়টি উপজেলায় মোট ৭০ লাখ ১৯ হাজার ৪৭৮টি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।
Leave a Reply