কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস এর উদ্যোগে বিশাল ঈদ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিকালে শহরের রথখলা ময়দান থেকে শোভাযাত্রাটি শুরু হয়। মূল র্যালী শুরু হওয়ার আগে শহরের ছয়টি এলাকা থেকে পৃথক পৃথক শোভাযাত্রা গিয়ে রথখলা ময়দানে সমবেত হয়।
ছয়টি অঞ্চলকে ভিন্ন ভিন্ন নামে অভিহিত করে কর্মসূচি ঘোষণা করে ওয়ালীউল্লাহ রাব্বানী ফ্যানস। এরমধ্যে পূর্বাশা ক্লাব সংলগ্ন হযরত আবু বকর (রা.) অঞ্চল, নিউটাউন বিওসি মোড় সংলগ্ন হযরত বেলাল (রা.) অঞ্চল, বত্রিশ ইউভার্সেল হল সংলগ্ন হযরত আলী (রা.) অঞ্চল, গুরুদয়াল সরকারি কলেজ মসজিদ সংলগ্ন হযরত ওমর (রা.) অঞ্চল, পুরাতন স্টেডিয়াম সংলগ্ন (বটতলা) হযরত ওসমান (রা.) অঞ্চল ও উকিলপাড়া মোড় সংলগ্ন হযরত আনাস (রা.) অঞ্চল।
বিকাল তিনটার দিকে ছয়টি অঞ্চল থেকে পৃথক পৃথকভাবে শোভাযাত্রা শুরু করা হয়। শোভাযাত্রাগুলো গিয়ে মিলিত হয় রথখলা ময়দানে। প্রতিটি অঞ্চল থেকে দুই সহস্রাধিক করে প্রায় ১৫ হাজার কর্মী-সমর্থক শোভাযাত্রায় অংশ নেন।
Leave a Reply