নিজস্ব প্রতিবেদক
বিয়াম ল্যাবরেটরি স্কুল কিশোরগঞ্জ শাখার এক যুগ পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে শেষ হয়।
এ শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। এ সময় বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল সাগুফতা হক, ভাইস-প্রিন্সিপাল হামিম খান, ক্রীড়া শিক্ষক নূরুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০০৬ সালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক ভবনে কিশোরগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি সুনাম কুড়িয়ে আসছে। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনকে আলোকসজ্জা করা হয়েছে। শোভাযাত্রা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply