নিউজ ডেস্ক :
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার পুলেরঘাট বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ সুজন মিয়া (৩২) কে ২৪টি বিয়ার ক্যান এবং একই জেলার করিমগঞ্জ থানার বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী আল-আমিন (৩৫), ২৮৫পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট’সহ আটক হয়েছে। সুজন মিয়ার পিতার নাম সোহারাব মিয়া। সে কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত ইউনিয়নের বাসিন্দা। অন্যদিকে মাদক ব্যবসায়ী আল-আমিনের পিতার নাম মহরম আলী। সে করিমগঞ্জ উপজেলার জাফরাবাদের জালালাবাদ এলাকার বাসিন্দা।
রবিবার র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব-১৪ কোম্পানী অধিনায়ক এম শোভন খান প্রেস বিজ্ঞপিতে জানান এই ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এবং করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply