মো: আল-আমীন :
কিশোরগঞ্জে মটরযান ড্রাইভারদের অংশগ্রহণে মটরযান আইন ও বিধি বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে সড়ক নিরাপত্তা কল্পে এই সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহদী হাসানের সভাপতিত্ত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো: শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান কামরুন নাহার লুনা প্রমূখ। সেমিনারে বক্তারা মটরযান আইন ও বিধি সম্পর্কে অবগত করে ট্রাফিক চিহ্ন ও ট্রাফিক সংকেত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে সেমিনারে উপস্থিত মটরযান ড্রাইভারদের দৃষ্টি শক্তির ও শ্রবণ শক্তি পরীক্ষা করা হয়।
এ-সময় বিভিন্ন মটরযান সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
Leave a Reply