কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন।
নিহত দীন ইসলাম (৫০) ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মিজান ও হাসেন আলী পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাদের মধ্যে একাধিক মামলাও চলছে।
মিঠামইন থানার ওসি জাকির রব্বানী জানান, শনিবার সকালে হাসিমপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
ঈদের পরদিন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ দেখা দেয়। খেলা শুরু হলে এক নারী দর্শকের গায়ে পানির ছিটা লাগে। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জেরে শনিবার সকাল ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মিজানপক্ষের দীন ইসলাম।
এ ঘটনায় কয়েকজন আহত হলে তাদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয় বলেও তারা জানান।
ওসি জাকির বলেন, পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ মামলা করেনি।
Leave a Reply