কিশোরগঞ্জে র্যাবের হাতে দুই ছিনতাইকারী আটক হয়েছে। এসময় তাদের কাছ থেক একটি চাকু ও ২টি মোবাইল উদ্ধার করা হয়েছে। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল টহল ডিউটি করাকালীন কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মনিপুরঘাট হইতে বড়বাজার যাওয়ার পথে তাদের আটক করে।
গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ বাসস্ট্যান্ড এর সামনে পাঁকা রাস্তার উপর দুই জন ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলে র্যাবের গাড়ি থামানো মাত্র দুই জন অজ্ঞাত ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার্স ও ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয় এবং তাদের নিকট হতে একটি চাকু, দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটককৃত মোঃ জনি মিয়া (২৬), পিতা- সিরাজ মিয়া, সাং- হারুয়া কলেজ রোড ও মোঃ নবেল (২১), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- নগুয়া এতিমখানা, উভয় থানা ও জেলা-কিশোরগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় জানায় যে, তারা এলাকায় দীর্ঘদিন যাবৎ ছিনতাইয়ের মত ঘটনা সংগঠিত করে আসছে এবং উল্লেখিত তারিখ ও সময়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে সমবেত হয়েছিল। ছিনতাইয়ের মতো অপকর্মের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়রে বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply