কিশোরগঞ্জে অসহযোগ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (৪ আগষ্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকাসহ বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ঘটে। এ সময় অঞ্জনা বেগম (৩৫) নামে এক নারীসহ অন্তত চারজন মারা গেছেন। তাদের মধ্যে নারীসহ দুইজন দগ্ধ হয়ে এবং একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
নিহতদের একজনের নাম মবিন (৩৫) এবং দগ্ধ হয়ে মারা যাওয়া আরেকজনের নাম জুলকার নাঈন। এছাড়া রুবেল আব্দুল্লাহ (৩২) নামে এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ সময় জেলা আওয়ামী লীগ অফিস, কিশোরগঞ্জ মডেল থানা, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসভবন, পুলিশ ফাঁড়িসহ বেশ কিছু স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তারা জেলা আওয়ামী লীগ অফিসের আসবাবপত্র ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেন। একই সময়ে খরমপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাসায় হামলা ও ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ২ জন। পুড়িয়ে দেয়া হয় বেশ কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেল। হামলা করা হয় খরমপট্টি এলাকায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবনে।
Leave a Reply