সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ৪ চাঁদাবাজকে কিশোরগঞ্জ জেলার শহরের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে গত বৃহস্পতিবার জেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায় র্যাব-১৪, কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি-সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে র্যাব। দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদনকারীদের কাছ থেকে পণ্য সামগ্রী সংগ্রহ ট্রাক/পণ্যবাহী যানবাহনে পাইকারি ও খুচরা বাজারে পৌঁছানোর সময় পথিমধ্যে নামে বে-নামে ভুয়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অর্থ চাঁদাবাজি করা হয়।
Leave a Reply