কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের স্টেশন রোডে বলরাম স্বর্ণ শিল্পালয় নামে একটি স্বর্ণালঙ্কারের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার রাতের কোনো এক সময় দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে চুরি করে দুর্বৃত্তরা। দোকানের স্বত্বাধিকারী বলরাম রায় জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি ও কর্মচারী চলে যায়। মঙ্গলবার সকালে দোকানে এসে দেখি পিছনের দরজা ও সিন্ধুক ভাঙা অবস্থায় আছে এবং ডিসপ্লেতে সাজানো স্বর্ণের অলঙ্কার ও সিন্ধুকে স্বর্ণ নেই । এতে ১৫০ ভরি স্বর্ণ ও ক্যাশ বক্সে থাকা প্রায় ১ লক্ষ টাকাসহ চুরি হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার আহসান হাবিব, ওসি (তদন্ত) ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করে জানান, বলরাম স্বর্ণ শিল্পালয় চুরির ঘটনাটি লিখিত আভিযোগ পেলে মালামাল উদ্ধারসহ আইনগত ব্যবস্থ নেওয়া হবে।
Leave a Reply