কিশোরগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে হাওরের বন্যার্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১৮ জুন) কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ইটনা উপজেলার রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।
একই দিন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও করিমগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বন্যার্তদের উদ্ধারের জন্য আশ্রয়কেন্দ্র ও প্রয়োজনীয় সংখ্যক নৌযান ও শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করে বন্যা মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দেন।
এসময় তিনি জানান, ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলার বন্যার্তদের জন্য ১৪০ টন জিআর চাল, আড়াই লাখ টাকা জিআর ক্যাশ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।
Leave a Reply