আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এহসানুল হক মুকুল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আবু তাহা মো. এনামুর রহমান এবং জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল।
সিভিল সার্জন জানান, ১৩টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদর এবং অষ্টগ্রাম উপজেলায় আজ থেকে এই ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, ভৈরব ও বাজিতপুর উপজেলায়ও একযোগে এই ক্যাম্পেইন শুরু হয়েছে। অন্যান্য উপজেলায় ধাপে ধাপে হাম-রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী মোট ৮ লাখ এক হাজার ৩০৫ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। জেলার ৮ হাজার ২৪৯টি কেন্দ্রে স্বাস্থ্যবিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মোট ৭ হাজার ১০৩ জন কর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করবে। হাওর এলাকায় বিশেষ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ক্যাম্পেইনটি বাস্তবায়ন করা হবে। বাদপড়া শিশুদের টিকাদানের আওতায় আনতে মপ-আপ টিম প্রতি উপজেলায় ও পৌরসভায় ৬ দিন করে কাজ করবে।
Leave a Reply