হেযবুত তওহীদ কিশোরগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের জেলা শাখার সভাপতি ইমরুল কায়েস। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাপ্পা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক সংগঠন এবং এই সংগঠন সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপি র্যালি, সমাবেশ, সেমিনার ইত্যাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একটি মহল ক্রুদ্ধ হয়ে বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা, হত্যাসহ নানারকম হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপসহ ছয় দফা দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক লিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কিশোরগঞ্জ সদরের সভাপতি মো: জসিমউদ্দিন প্রমুখ।
Leave a Reply