সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ১০টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১
কিশোরগঞ্জে ১০টি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
কিশোরগঞ্জে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ ১০টি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। জানা যায়, করোনা পরিস্থিতির কারণেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ রোববার (১১ এপ্রিল) দুপুরে এ কেন্দ্রগুলোর উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মোট ১০টি বিক্রয় কেন্দ্রের মধ্যে কিশোরগঞ্জ সদরে আটটি, তাড়াইলে একটি ও কটিয়াদী উপজেলায় একটি। আগামী ১০ দিন এ কার্যক্রম চলমান থাকবে। বিক্রয় কেন্দ্রগুলোর মাধ্যমে জনসাধারণ ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করতে পারবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় ওই কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপানায় ভ্রাম্যমাণ এ বিক্রয় কেন্দ্রগুলোর কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস অ্যাসোসিয়েশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe
%d bloggers like this: