সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিরাজগঞ্জে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারী গ্রেপ্তার, মোটরসাইকেলে জব্দ। নওগাঁয় দুই সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন মেঘনার ভাঙ্গনে নদীগর্ভে ২০ ঘর-বাড়ি; হুমকিতে রেল সেতু, বিএডিসি গোডাউন ও ডিপু বৈষম্যবিরোধী ছাত্রদের ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি ঘোষণা স্বপ্নপূরণের আগে দমে যেয়ো না, ছাত্রদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আদানির বকেয়া নিয়ে চাপে বাংলাদেশ আমরা শহীদদের স্বপ্ন বাস্তায়নে প্রতিজ্ঞাবদ্ধ: প্রধান উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ আজ রাজশাহীতে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ৯ম-১০ম শ্রেণির নতুন কারিকুলাম ও সিলেবাস নিয়ে যা জানা গেল

কিশোরগঞ্জে ১০০ মিটার সড়ক যেন এলাকাবাসীর গলার কাঁটা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৩৮৯ বার পড়া হয়েছে

শামীম হোসেন বাবু : 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনয়নের মুশরুত পানিয়াল পুকুর বেলতলি হাট থেকে নিতাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি পাকাকরণ হলেও ওই সড়কের মাঝখানে বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমানের বাড়ির সামনে একশো মিটার সড়কের কাজ গত তিন বছরেও সম্পন্ন করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।

কাজ চলাকালীন ওই একশো মিটার সড়কের বক্সকাটিং করার পর সড়কটি ওই অবস্থায় ফেলে রাখার কারণে যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসীসহ পথচারিরা। এদিকে সড়কটি বক্সকাটিং করে রাখার কারনে এবং সড়কটি দিয়ে যাতায়াত করতে না পেরে এলাকাবাসী বিকল্প রাস্তা দিয়ে চলাচল করছে।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুর দিনাজপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিআরডিপি) আওতায় গত ২০১৬-১৭ অর্থ বছরে নিতাই মুশরুত পানিয়ালপুকুর বেলতলির হাট থেকে নিতাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত (১২৪৮-২২১৪) ৯৬৬ মিটার সড়ক উন্নয়ন কাজের জন্য ১ কোটি ২ লাখ ৫৮ হাজার ৪৭২ টাকা ৩৫৮ পয়সা বরাদ্দ দেয়া হয়। অপর দিকে একই স্থানে আশরাফুলের বাড়ি থেকে বেলতলি ক্যানেল পর্যন্ত ৫শ মিটার সড়ক নির্মাণে বরাদ্দ দেয়া হয় ৮২ লাখ ৬২ হাজার ৩৪ টাকা।

মঙ্গলবার (৯ জুলাই) সরজমিনে গিয়ে দেখা গেছে, নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বেলতলি হাট থেকে নিতাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির সম্পুন্ন কাজ সমাপ্ত করা হলেও সড়কটির মাঝখানে বীর মুক্তিযোদ্ধা আমিনুরের বাড়ির সামনে থেকে ফজলে মিয়ার বাড়ি পর্যন্ত একশো মিটার সড়কটির বক্সকাটিং করা হলেও বাকি কাজ সম্পন্ন করা হয়নি। ফলে ওই একশো মিটার সড়ক এলাকাবাসীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে।

ওই এলাকার বাসিন্দা, আবুজার রহমান ,দুলাল হোসেন, ছকমল মিয়া, এমদাদুল আলীসহ সকলেই অভিযোগ করে বলেন, নিতাই কাছারীপাড়া গ্রামের মটরু মিয়ার ছেলে ফজলু মিয়া সরকারী রাস্তার মালিকানা দাবি করার কারণে ঠিকাদার ওই একশো মিটারের কাজ বন্ধ করে দেয়। আমরা এলাকাবাসী কাজ করার অনুরোধ করলেও তারা কোনও কথা শুনেননি।

উপজেলা প্রকৌশলী এস এম কেরামত আলী নান্নু বলেন, নিতাই বেলতলি থেকে নিতাই ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটি নির্মাণ করার জন্য ঠিকাদার সমস্ত সড়ক বক্সকাটিং করেছিল। কিন্তু ওই এলাকার মটরু মামুদের ছেলে ফজলে মিয়া সরকারি রাস্তার মালিকানা দাবি করে আদালতে মামলা করায় ওই একশো মিটারের কাজ বাকি রেখে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোজাফর হোসেন বলেন, ওই একশো মিটার সড়কের সরকারি রাস্তা ব্যক্তি মালিকানা দাবি করে ফজলে মিয়া নামে এক ব্যক্তি আদালতে মামলা করায় ওই অংশটুকুর কাজ বন্ধ রেখে বাকি কাজ শেষ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com