কিশোরগঞ্জে ১৪ কেজি গাঁজা’সহ একজনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় জেলার কটিয়াদি থানাধীন ধুলদিয়া ইউনিয়নের রায়খোলা এলাকা হতে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা’সহ তাকে আটক করা হয়।
গতকাল (১৪ জুন) রাত সাড়ে এগারোটায় কিশোরগঞ্জের কটিয়াদীর ধুলদিয়া ইউনিয়নের রায়খোলা এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ বিল্লাল মিয়া (৪৫), পিতা– মোঃ ইব্রাহিম, সাং–রায়খোলা, থানা–কটিয়াদি, জেলা–কিশোরগঞ্জ’কে র্যাব–১৪, সিপিসি–২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৪ কেজি গাঁজা’সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়–বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
র্যাব জানায় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply