নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জে ইয়াবা বিক্রির সময় ১৮২পিস ইয়াবাসহ মো. চন্দন মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব। শুক্রবার (১৭ মে) বিকালে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. চন্দন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট কাটাখালী এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া চন্দন মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি জসিম উদ্দিন জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
Leave a Reply