নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের সদর থানার কালিয়াকান্দা এলাকায় গতকাল বুধবার অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ কালিয়াকান্দা গ্রামের শামছুল ইসলামের ছেলে এরশাদ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৪ কিশোরগঞ্জের কোম্পানী কমান্ডার লে. এম শোভন খান।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করার পর এরশাদকে বিচারকের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Come on, step into happiness with Bodrum Escorts, Bodrum escort ladies, Bodrum escorts and Bodrum escort girls.