কিশোরগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ হাজার ৯০ টাকা এবং ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ শহরের নগুয়া শেষ মোড় এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ কফিল উদ্দিন (৪৩), পিতা- মৃত গিয়াসউদ্দিন, সাং- বাহরাম খান পাড়া ও মোঃ আবু বক্কর সিদ্দিক রাজীব (২২), পিতা-মোঃ বকুল মিয়া, সাং-উষাকান্দা, উভয় ইউপি-সুখিয়া, থানা-পাকুন্দিয়া, জেলা-কিশোরগঞ্জদ্বয়’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৯০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ৩টি মোবাইল সেট সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply