কিশোরগঞ্জে ইয়াবা’সহ মো: সোহাগ মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। আটকের সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের মইষাখালী পূর্ব পারদা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বৌলাই ইউনিয়নের মইষাখালী গ্রামের মৃত আব্দুল সাত্তার ভূঁইয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২ জানায় আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে র্যাব বৌলাই ইউনিয়নের মইষাখালী পূর্ব পারদা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. সোহাগ মিয়াকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply