সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ৪ ইউপিতে ভুয়া জন্ম নিবন্ধনের অভিযোগ

দিলীপ কুমার সাহা, নিকলী, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ৪ ইউপিতে ভুয়া জন্ম নিবন্ধনের অভিযোগ

কিশোরগঞ্জের চারটি ইউনিয়নে প্রায় দুই হাজারেরও বেশি ভুয়া জন্ম নিবন্ধনের অভিযোগ উঠেছে। জেলার নিকলী উপজেলায় অস্বাভাবিক এই নিবন্ধনে জড়িত একটি শ্রেণী মোটা অঙ্কের বাণিজ্য করেছে বলেও অভিযোগ পাওয়া যায়। এই অনিয়মের প্রমাণ মিলেছে উপজেলার চারটি ইউনিয়নে। তবে সবচেয়ে বেশি হয়েছে জারইতলা ও ছাতিরচর ইউনিয়নে। অনিয়মের অভিযোগ রয়েছে সিংপুর ও গুরুই ইউনিয়নেও।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত সোমবার চার উদ্যোক্তাকে অব্যাহতি দিয়েছেন। উপজেলা প্রোগ্রাম অফিসার মো. নূরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে মোট কতজনের ভুয়া নিবন্ধন করা হয়েছে, রোহিঙ্গারা নিয়েছে কি না, এর সঙ্গে আরো কারা জড়িত এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর মেলেনি।

সূত্রে জানা যায় কিশোরগঞ্জ জেলার গোয়েন্দা বাহিনী তাদের সোর্সের মাধ্যমে জানতে পারেন, নিকলীর বিভিন্ন (ইউপিতে) অনেক দিন ধরে ভুয়া জন্ম নিবন্ধন করা হচ্ছে। রোহিঙ্গারাও এই নিবন্ধন পেয়ে থাকতে পারে। এই অভিযোগের তদন্তের অংশ হিসেবে তারা নিকলীর জারইতলা ইউপি সচিবের সঙ্গে কথা বলেন। সচিব তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে সচিব বাজে কথা বলেন। এরপর ঘটনাটি তারা নিকলীর ইউএনওকে জানান। ইউএনও তদন্ত শুরু করেন। গত দুই সপ্তাহ ধরে উপজেলার সাতটি ইউপি তথ্যকেন্দ্রে নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ইউপির নিবন্ধক চেয়ারম্যান ও সহকারী নিবন্ধক সচিবদের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভুয়া জন্ম সনদ দেওয়া হয়েছে।

এর মধ্যে জারইতলা ইউনিয়ন পরিষদে পাঁচশ’রও বেশি নিবন্ধিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন আফরোজকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার জানা মতে শতাধিক লোকের জন্মসনদ তৈরি করা হয়েছে। এ নিয়ে জটিলতার কথা তিনি স্বীকার করেছেন। তবে ৫০০ লোকের নিবন্ধন এই ইউনিয়নে হয়নি বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক উদ্যোক্তা বলেন, আমি এ রকম পাঁচ শতাধিক ব্যক্তির তালিকা দেখেছি এক ছাত্রনেতার সংগ্রহে। মূলত ভালো অঙ্কের টাকার বিনিময়েই এগুলো করানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। রোহিঙ্গা বিষয়ে তিনি কিছু জানেন না। তবে এও বলেন যে, বহিরাগতের নিবন্ধন করা হয়েছে।

সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এ সম্পর্কে কোনো খবর তিনি জানেন না। তবে রোহিঙ্গা নিবন্ধনের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ায় ইউএনও অফিসে উদ্যোক্তা ও সচিবকে ডেকে নিয়ে মিটিং করা হয়েছে বলে স্বীকার করেন তিনি।

ছাতিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী ওরফে ইয়ার খান বলেন, ইউএনও’র কাছে তালিকা একটা জমা দিয়েছেন এই ইউনিয়নের উদ্যোক্তা। তবে কতজনের নামে তা আমি কিছু জানি না। ছাতিরচর ইউনিয়ন পরিষদ সচিব বজলুর রশিদ বলেন, এটা উদ্যোক্তাই বলতে পারবেন।

ছাতিরচর ইউনিয়নের উদ্যোক্তা ও ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি আতিকুর রহমান আতিকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের এখান থেকে কোনো নিবন্ধনের তালিকাই জমা দেয়া হয়নি, এসব সম্পূর্ণই মিথ্যা তথ্য।

গুরুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোতা মিয়া বলেন, আমি ভুয়া নিবন্ধনের বিষয়ে কিছু জানি না। তবে সচিব ও উদ্যোক্তা এগুলো করে। আমি আওয়ামী লীগ করি। কোনো দুর্নীতি করি না। রোহিঙ্গা নিবন্ধনের বিষয়ে কথা হলে তিনি এই প্রসঙ্গে আরো বলেন, এমনটি হয়ে থাকলে রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ইউএনও এই ঘটনাটি বর্তমানে তদন্ত করছেন। সচিব আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ২৩৯ জনের নামে একটি তালিকা দেয়া হয়েছে। একপর্যায়ে চেয়ারম্যান নিজে থেকেই বলেন, এ কাজগুলো মূলত সিংপুরের উদ্যোক্তা ও ছাতিরচরের উদ্যোক্তা মিলেই করেছে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মত শাকিলা পারভীন নিবন্ধনে অনিয়মের বিষয়ে অভিযোগ পেয়েছেন কি না জানতে চাইলে বলেন, নিবন্ধনে অনিয়মের যে অভিযোগটি উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com