মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৯ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাদল মিয়া (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
সোমবার (২৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব নেশার ইনজেকশনসহ তাকে আটক করা হয়। বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী বাদল মিয়া শহরের শোলাকিয়া কানিকাটা এলাকার আব্দুল হাশিমের ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, বাদল মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গতকাল (সোমবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছে ৫৯ পিস বুপ্রেনরফিন ইনজেকশন পাওয়া যায়।
উক্ত বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply