কিশোরগঞ্জে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কিশোরগঞ্জ র্যাব-১৪ ক্যাম্প।
আটকরা হলেন- জেলার নারায়ণগঞ্জ পৌরসভার ১৮ নম্বর তল্লারোড/গঞ্জেআলী শাহা রোড এলাকায় বসবাসকারী মো. নূর আলমের ছেলে মো. আকাশ (৩১) ও একই জেলার ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের পাচকাহনি এলাকার মৃত লালতাজের ছেলে মো. সাগর (৩৫)।
র্যাব জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের জাটাসিরা এলাকা থেকে আকাশ ও সাগরকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে ৮০০টি ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইলফোন জব্দ করা হয়।
আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply