ডেস্ক নিউজ :
মঙ্গলবার কিশোরগঞ্জ সদরের ভাবুন্দিয়া এলাকা হতে মো: জাহাঙ্গীর আলম (৩২) নামে একজনকে ৮৫০ পিস ইসয়াবা সহ আটক করেছে। তার বাড়ি নিকলী উপজেলার শহরকুল গ্রামে। তার বাবার নাম কামাল উদ্দিন। আটকের সময় ৮৫০ পিস লালচে গোলাপী রংয়ের ইয়াবা তার সাথেই পাওয়া যায়।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply