বিপুল মেহেদী:
কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এবং পাগলা মসজিদ প্রাঙ্গণে শীতার্তদের মাঝে কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার(৩১ জানুয়ারি) রাতে ভিন্ন দু’টো অনুষ্ঠানে কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।
জেলা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফাতেমা জোহরা এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি সেলিনা ইয়াসমিন কাকলি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলাম খান মাসুম, নারী উদ্যোক্তা নাদিরা আক্তার, মাহফুজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply