বিপুল মেহেদী :
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মহিলা প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার নাগাদ মনোনয়ন পত্র দাখিল করা হয়।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহমেদ রাজন, স্বতন্ত্রী প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি (ঢাকা বিভাগ)-এর পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার লুনা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শরীফুল ইসলাম, সালাহ উদ্দিন আহমেদ, মো: নাজমুল হাসান ও মো: সুমন মিয়া মনোনয়নপত্র দাখিল করেন।
তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের তারিখ ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ, প্রতীক বরাদ্দ ৮ মার্চ এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।
Leave a Reply