স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নামা পাড়া কদমতলী এলাকার একটি ডোবা থেকে ফারুক (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । সে গত মঙ্গলবার মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। আজ বুধবার বিকালে ওই ডোবার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। ফারুক একই এলাকার দুলাল মিয়ার ছেলে এবং সে একজন কৃষি শ্রমিক ছিল বলে জানা গেছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মাছ ধরার কথা বরে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে অনেক খোঁজা খুঁজি করেও ফারুককে পাওয়া য়ায়নি।
কিশোরগঞ্জ মডের থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply