শামসুল আলম শাহীন:
কিশোরগঞ্জ ছড়া উৎসব ও লোকজ মেলা ২০১৯ উপলক্ষে দিনব্যাপী ছড়া লিখন, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত। শুক্রবার(৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টা থেকে শহর সমবায় কার্যালয় প্রাঙ্গণে জেগে ওঠো নরসুন্দা সাহিত্য সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। সংগঠনের উপদেষ্ঠা আবু খালেদ পাঠান, চিত্রশিল্পী এম,এ কাইয়ুম, প্রফেসর রবীন্দ্র নাথ চৌধুরী, আবু এহসান অপু, ফিরোজ আহমেদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ লিংকন, বোরহান উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ছড়া লিখন, কবিতা আবৃত্তি , চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা থেকে ৩টি গ্রুপে ২শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আগামী ৭, ৮ ও ৯ মার্চ ৩দিন ব্যাপী কিশোরগঞ্জ ছড়া উৎসব ও লোকজ মেলা ২০১৯ অনুষ্ঠিত হবে। উৎসবে দেশ-বিদেশের বরেণ্য কবি,সাহিত্যিক ও ছড়াকার উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।
Leave a Reply